নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অন্ডালের কাজী নজরুল বিমান বন্দর থেকে এক যাত্রীকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মুক্তেশ্বর মিশ্র (৫৫)। জানা গেছে তিনি ধানবাদের হিন্দুস্থান প্রেস রোড এলাকার বাসিন্দা। অন্ডাল বিমান বন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই যাত্রী।
ঘটনা সূত্রে জানা যায় বুধবার দুপুরে বিমান বন্দরে চেকিং এর সময় সন্দেহ হওয়ায় মুক্তেশ্বর মিশ্রকে আটক করে তল্লাশি চলালো হয়। তাতে তার কাছ থেকে একটি মিস ফায়ার কার্তুজ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে অন্ডাল থানায় খবর দেওয়া হয় এবং ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।





