eaibanglai
Homeএই বাংলায়বিলাসবহুল গাড়ি নিয়ে ছিনতাইয়ের চেষ্টা, ধৃত ৪

বিলাসবহুল গাড়ি নিয়ে ছিনতাইয়ের চেষ্টা, ধৃত ৪

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিলাসবহুল গাড়ি নিয়ে ছিনতাইয়ের জন্য জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। অন্ডাল থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ে গেল সকলে। অন্যদিকে বিলাসবহুল ওই গাড়ি থেকে উদ্ধার হয় নগদ কুড়ি লক্ষ টাকা সহ বেশ কিছু সামগ্রী।

পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের রাস্তায় একটি বিলাসবহুল চার চাকার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকায় নজরদারি চালানো পুলিশ কর্মীদের। পুলিশ ওই গাড়ির ভিতর তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় নগদ কুড়ি লক্ষ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হাতুড়ি, লোহা রড সহ একাধিক সামগ্রী। বাজেয়াপ্ত করা হয় চারটি মোবাইল ফোন সহ বেশ কিছু চুরি করার সামগ্রী। এরপরই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল বীরভূমের নলহাটি থানার বাসিন্দা সাগর যাদব, অন্ডাল থানার কাজোরা কোলিয়ারি এলাকার রাকেশ কুমার নুনিয়া, প্রিন্স বিশ্বকর্মা ও অবিনাশ কুমার নুনিয়া।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল পিন্টু সাহা জানান, ওই দুষ্কৃতীদের কাছে এত টাকা কোথা থেকে এলো, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তা জানার চেষ্টা করা হবে। সোমবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments