eaibanglai
Homeএই বাংলায়অন্ডালে অনুষ্ঠিত হতে চলেছে 'অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘে'র চারদিন ব্যাপী জাতীয়...

অন্ডালে অনুষ্ঠিত হতে চলেছে ‘অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘে’র চারদিন ব্যাপী জাতীয় সম্মেলন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘের উদ্যোগে অন্ডালে আগামী ২৭ তারিখ থেকে অনুষ্ঠিত হতে চলেছে চার দিন ব্যাপী জাতীয় সম্মেলন। যেখানে দেশের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে আগত প্রতিনিধিরা অংশ নেবেন। প্রায় ৮০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন বলে জানান উদ্যোক্তারা। মঙ্গলবার দুর্গাপুর স্টেশনে সংগঠনের সাধারণ সম্পাদ শিপ্রা সহায়কে স্বাগত জানান অন্ডাল শাখা কেন্দ্রের সম্পাদক রত্না ব্যানার্জি ও সদস্যরা।

প্রসঙ্গত অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেটি মূলত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদার ভাবকে সঙ্গী করে নানারকম সমাজসেবামূলক কাজে নিযুক্ত। সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নানা বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি শিপ্রা সহায় এদিন বলেন, “মানব জাতির উদ্দেশ্যে মায়ের শেষ বাণী ছিল, “যদি শান্তি চাও, মা, কারো দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখ, কেউ পর নয় মা, জগৎ তোমার।”। মায়ের সেই বাণীকে শিরোধার্য করেই আমরা পথ চলছি ও মানুষের সেবায় রত রয়েছি। সারা দেশ জুড়েই বিভিন্ন শাখা কেন্দ্রের মাধ্যমে আমাদের সেবা কাজ চলছে।”

অন্ডালের শ্রী সারদা সংঘের শাখার সম্পাদক রত্না ব্যানার্জি জানান, এই কর্মসূচির মাঝে তাঁরা সকলে মিলে একদিন মা সারদামনির জন্মস্থান জয়রামবাটি দর্শন করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments