eaibanglai
Homeএই বাংলায়জমিদাতাদের বিক্ষোভে থমকে গেল অন্ডাল বিমানবন্দর এলাকার রাস্তা তৈরির কাজ

জমিদাতাদের বিক্ষোভে থমকে গেল অন্ডাল বিমানবন্দর এলাকার রাস্তা তৈরির কাজ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জমিদাতাদের বিক্ষোভের জেরে থমকে গেল অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি হওয়া রাস্তার কাজ। প্রসঙ্গত অন্ডাল বিমান নগরী থেকে অন্ডাল উখড়ার প্রধান রাস্তা তামলা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ করছেন অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ বা বি এ পি এল। এবার সেই রাস্তার কাজ আটকে দিল স্থানীয় জমিদাতারা। শনিবার ওই রাস্তা সংলগ্ন এলাকার জমি দাতারা রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখান। তাদের দাবি জমি অধিগ্রহণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করেনি বি এ পি এল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

দক্ষিণখন্ড মৌজার জমি দাতা আশিস পাল ও বিজন পালরা জানান, যেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বলে দিয়েছেন জোর করে কারো জমি কেড়ে নেওয়া যাবে না, সেখানে নিচু তলার প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করেই একপ্রকার জোর করে জমির মালিকদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছেন। আশীষবাবু জানান, দক্ষিণ খন্ড মৌজার প্রায় দশ বিঘা জমির এখনো পর্যন্ত ডিসপিউট রয়েছে যেখানে জমি দাতারা তাদের জমি দিতে নারাজ, অথচ কর্তৃপক্ষ জোরপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার কৌশল নিয়েছে। তিনি দাবি করেন যখন বিমানবন্দর তৈরি হচ্ছিল তখন এলাকার জমি দাতারা বন্ধুত্বসুলভ আচরণ দেখিয়ে তাদের জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে দিয়েছিল। জমি অধিগ্রহণ করার সময় বি এ পি এল কর্তৃপক্ষ জমিদাতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জমির বিনিময়ে জমি এবং পরিবারের একজন বেকার যুবককে ট্রেনিং দিয়ে তার চাকরি ও এলাকার উন্নয়ন করবেন। কিন্তু আজ এত বছরগুলো বছর পরও আশ্বাসই সার। বিএপিএল কর্তৃপক্ষ কোন কথা রাখেনি বলে অভিযোগ জমি দাতাদের একাংশের।

প্রসঙ্গত কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের একাংশে গড়ে উঠেছে বিমাননগরী। যেখানে গড়ে উঠেছে আবাসন। খনি অঞ্চলের ধস প্রবন এলাকার বাসিন্দাদের পুর্ণবাসন দেওয়ার কথা রয়েছে সেখানে। এই আবাসন এলাকায় যাতায়াতের জন্য সম্প্রতি একটি ১০ ফুটের ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু রাস্তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে অন্ডাল উখড়ার রাস্তার দক্ষিণখণ্ড অংশে থাকা ব্যক্তি মালিকানাধীন দশ বিঘা জমি। জমি মালিকদের আপত্তিতে এখনও ওই জমি অধিগ্রহণ করতে পারেনি বি এ পি এল কর্তৃপক্ষ।

যদিও জমিমালিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে প্রশাসন সূত্রে খবর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments