নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এক তৃণমূল নেতাকে থানায় নিয়ে গিয়ে হেনস্থার অভিযোগে হুলুস্থুলু দুর্গাপুরে। প্রতিবাদে তৃণমূল কর্মীদের সাথে থানায় গিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে শুক্রবার ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুরের অন্ডাল থানা চত্বরে।
মলয় চক্রবর্তী নামে এই তৃণমূল নেতা অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। এছড়া কাজোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যও তিনি। অভিযোগ স্থানীয় জমি মাফিয়ারা স্থানীয় এক গ্রামবাসীর জমি অন্য ব্যাক্তিকে বিক্রি করে দেয়। তার প্রতিবাদ করায় মলয়বাবুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ পুলিশ ও জমি মাফিয়াদের যোগসাজশ রয়েছে।
যদিও এদিন মলয়বাবু জানান, আইন ও পুলিশ প্রশাসনের প্রতি তার আস্থা রয়েছে। পুলিশ ভুল করে এই ঘটনা ঘটিয়েছে। সঠিকভাবে তদন্ত করলে এই ষড়যন্ত্রের বিষয়টি সামনে চলে আসবে। পাশাপাশি পুরো বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে বলে জানান তিনি।





