সংবাদদাতা, বাঁকুড়াঃ-
বাঁকুড়া জেলার দু নম্বর ব্লকের অন্তর্গত ক্ষীর কানালি গ্রামের ঢালাই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর বিক্ষোভ।
বিক্ষোভের কারন হল এই নতুন ঢালাই রাস্তা আগে বেশ কিছুটা পুরনো ঢালাই রাস্তা রয়েছে তার পাশে রয়েছে একটি নলকূপ সেই নলকূপ দিয়ে দীর্ঘদিন ধরে জল এ রাস্তার উপর দিয়ে আসতে থাকে তারপরে রাস্তার অবস্থা দেখলে মনে হবে বর্ষায় কোন গ্রামের রাস্তাতে আমরা এসেছি। আর এই নতুন রাস্তাকে নির্মাণকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তরজা কারন মানকানালী গ্রাম পঞ্চায়েত রয়েছে বিজেপির দখলে এর আগে এই পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত বিজেপির দখলে আসার ফলে পঞ্চায়েতের উন্নয়ন বিভিন্ন ভাবে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এরকম অভিযোগ এনেছেন পঞ্চায়েতের প্রধান। তার বক্তব্য, আমি আসার পরে এই ঢালাই রাস্তার কাজটি নতুন করে করতে চেয়েছিলাম এবং গ্রামবাসীদের যেটা দাবি ছিল যে ওর পাশ দিয়ে নালা নির্মাণ করা তার প্রপোজাল আমি পাঠিয়ে রেখেছি খুব শীঘ্রই এই নালার কাজ শুরু হয়ে যাবে তাকে মান্যতা না দিয়ে গ্রামবাসীরা জোর করে রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে। কারন এতে শাসকদলের মদত রয়েছে অন্যদিকে তৃণমূলের দু’নম্বর ব্লকের সভাপতি তিনি জানান, সারা রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তার সাথে কিছুটা হলেও ওই অঞ্চল কাজে অনেক পিছিয়ে রয়েছে। তারা যদি কাজ না করতে পারে আমাদের বলুক আমরা তাদেরকে সাহায্য করব মানুষ কোনোভাবেই পরিষেবা থেকে যেমন না বঞ্চিত হয় এমনটাই দাবি ব্লক সভাপতির।