eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের ছেলের লেখা বই মন কাড়ছে বিশ্ববাসীর

আসানসোলের ছেলের লেখা বই মন কাড়ছে বিশ্ববাসীর

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– “১২৫ ইয়ার্স অফ অলিম্পিক্স”। আসানসোলের ছেলে বছর ৩৩ এর অনিকেত মিশ্রের লেখা এই বই এখন বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষদের মন কাড়ছে। বইটি জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বজুড়ে। একটি বহুজাতিক সংস্থার সাইটে এই বইয়ের রেটিং বর্তমানে ৫। যা আসানসোলবাসীর কাছে রীতিমতো গর্বের বিষয় হয়ে উঠেছে।

অনিকেত আসানসোলের স্টিল সিটি বার্নপুর রিভারসাইড স্কুলের প্রাক্তন ছাত্র। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমফিল পাশ করা এই যুবক বর্তমানে বিশ্ব ফুটবলের সংস্থা ‘ফিফা’র সঙ্গে যুক্ত । অনিকেত একইসঙ্গে একজন কুইজার এবং রানারও। তিনি ২০১২ সালে বেয়ারফুট কুইজিং ফেস্টিভ্যাল শুরু করেন। ভারতের বিভিন্ন শহরে তার ১৪ টি সংস্করণ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে অনিকেতের লেখা আরো বেশ কয়েকটি বই জনপ্রিয় হয়েছে। এর আগে প্রকাশিত তাঁর অন্যান্য জনপ্রিয় বইগুলির মধ্যে রয়েছে ২০২০ সালে প্রকাশিত “নো থাই ধোনি” ও ২০২১ সালে প্রকাশিত ” আইপিএল কুইজ বুক ”। তাঁর লেখা এই বইগুলি ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছে।

অন্যদিকে ছেলে অনিকেতের এই প্রয়াসে গর্বিত ও খুশি বাবা কমলেন্দু মিশ্র। তিনি বার্ণপুরের সেইল আইএসপি বা বার্ণপুর ইস্কো কারখানায় আধিকারিক পদে কর্মরত ছিলেন। ক্রীড়াবীদ হিসাবে শিল্পাঞ্চলে তাঁর যথেষ্ট নাম রয়েছে। অবসর গ্রহনের পর বর্তমানে তিনি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি নামী বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন। ছেলের এই সাফল্য ও বই সম্পর্কে তিনি বলেন,” খুবই ভালো লাগছে। আমার আশা এই বই মানুষকে অনেক কিছু জানতে ও শিখতে সাহায্য করবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments