eaibanglai
Homeএই বাংলায়ইন্ডিয়ান আইডলের ফাইনালে উঠে বাড়িতে আসতেই এলাকাবাসীর সংবর্ধনা অঙ্কনা মুখার্জিকে

ইন্ডিয়ান আইডলের ফাইনালে উঠে বাড়িতে আসতেই এলাকাবাসীর সংবর্ধনা অঙ্কনা মুখার্জিকে

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বিষ্ণুপুর শহরের বাসিন্দা অঙ্কনা মুখার্জি সর্বভারতীয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল এ গান করার সুযোগ পেয়েছেন। অবশেষে তিনি পৌঁছেছেন ইন্ডিয়ান আইডলের ফাইনাল পর্বে। আজ বাড়ি ফিরতে তার পরিবার এবং এলাকাবাসী পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানায়। রীতিমতো আদিবাসী নৃত্য ঢাক-ঢোল বাজিয়ে পদযাত্রার মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। অঙ্কনা মুখার্জীর বাবা দিব্যেন্দু মুখার্জী বলেন, ইন্ডিয়ান আইডলের টেলিভিশনে রিয়েলিটি শোতে এখন ফাইনালে পৌঁছেছে। সোনি টিভির ক্যামেরাসহ হোম ভিজিট আসছে তারা। এখানে রেলির ফুটেজ নেবে বাড়ির ফুটেজ নেবে। আমার গর্বের বিষয় আমার একটা স্বপ্ন ছিল যে মেয়েকে এই মঞ্চে দেখা। তবে এতটা স্বপ্ন আশা করিনি আজকে সে একদম ফাইনালে যাবে । শেরার শিরোপা জেতার জন্য সকলের ভোটিংয়ের আশা করছেন তিনি। অঙ্কনা মুখার্জি বলেন, আমার খুব ভালো লাগছে আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করছেন সেজন্য আমি খুব খুশি। সকলকে তাকে প্রচুর ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি যাতে ফাইনালে সে জিততে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments