eaibanglai
Homeএই বাংলায়সবুজকালী মায়ের মন্দিরে অন্নপূর্ণা পুজো ও অন্নকুট ভোগ

সবুজকালী মায়ের মন্দিরে অন্নপূর্ণা পুজো ও অন্নকুট ভোগ

সঙ্গীতা চ্যাটার্জী (তারকেশ্বর): ১৬ ই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন নালিকুলের সবুজ কালী মায়ের মন্দিরে অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়। এই দিন সিদ্ধেশ্বরী মায়ের অন্নপূর্ণা পুজো হয়। এই দিন পুজোর সময় অন্নপূর্ণা রূপে মা কে সাজানো হয় তারপর মায়ের পুজো হয় ও অন্ন কুট হয়। এই দিন মাকে অন্ন,পঞ্চ ব্যঞ্জন,মিষ্টান্ন,মৎস্য ভোগ নিবেদন করা হয়। সবুজকালী মায়ের মন্দিরের সেবাইত কালীপদ অধিকারী মহাশয় নিষ্ঠার সাথে মায়ের পুজো সম্পন্ন করেন।

এইদিন মা সিদ্ধেশ্বরী সবুজ কালী মাকে অন্নপূর্ণা রূপে পূজা ও অন্নকুট ভোগ অনুষ্ঠানে অনেক ভক্তবৃন্দের সমাগম হয়েছিলো, মা সবুজ কালীর অন্নপূর্ণা রূপ এবং মায়ের ভক্তি ভরে পুজো দেখে মুগ্ধ হয়ে যান দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা। কলকাতা সেন্ট্রাল এ্যভিনিউ নিবাসী সব্যসাচী দাস মায়ের মাহাত্ম্য প্রসঙ্গে বলেন,“বহু বছর ধরে আমি এখানে আসি, মায়ের এই সবুজ কালী রূপ তো অন্য কোথাও দেখা যায় না, তার ওপরে বাবার (মন্দিরের সেবাইত কালীপদ অধিকারীর) আন্তরিক ভালবাসা , ঐকান্তিক ও নিষ্ঠার সাথে পুজো করা দেখতে ছুটে আসতেই হয়, আর সিদ্ধেশ্বরী মায়ের কথা নতুন করে কী বলবো? মা যে জাগ্রত, তা তো এখানে আসা প্রত্যেকটি ভক্ত বৃন্দই জানে!”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments