সংবাদদাতা, আসানসোলঃ- উর্দু একাডেমির অনুষ্ঠানের শুভ সূচনায় মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ নাদিমুল হক । উর্দু একাডেমির বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল আসানসোলে। আসানসোলের কন্যাপুর উর্দু অ্যাকাডেমির অফিসে দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান। শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা করেন আসানসোল উত্তরের বিধায়ক মন্ত্রী মলয় ঘটক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। মন্ত্রী মলয় ঘটক এদিন বলেন উর্দু একাডেমি তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর উদ্যোগে। উর্দু ভাষাভাষী মানুষের শিক্ষার সংস্কৃতিতে একাডেমির অবদান যথেষ্ট। একাডেমির আগে উর্দু ফাউন্ডেশন তৈরি হয়েছিল তখন থেকেই নানা রকম উর্দু সাহিত্য এবং সংস্কৃতির স্বার্থে উন্নয়নমুখী কর্মসূচি শুরু হয়।
আসানসোল উত্তরের বিধায়ক মন্ত্রী মলয় ঘটক বলেন,”এই উত্তর এলাকার রেলপার অঞ্চলটি মূলত উর্দু ভাষাভাষী এলাকা। এখানে প্রায় ১৫ কোটি টাকা দিয়ে দুটি পুরনো ব্রিজ নতুন করে তৈরি করা হয়েছে। যা এই এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উর্দু একাডেমি থেকে লাইব্রেরীর ব্যবস্থা করা হয়েছে। যেখানে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে পারেন কিংবা মেধাবী পড়ুয়াদের আর্থিকভাবে সাহায্য করা হয়। এই একাডেমির যে অফিস রয়েছে আগামী দিনে গরম কাল আসছে সেখানে এসির ব্যবস্থা করা হবে এবং তিনি তার বিধায়ক কোটার ফান্ড থেকে সেটির ব্যবস্থা করে দেবেন।” শনিবারের পর রবিবার চলবে এই অনুষ্ঠান। বসে আঁকো প্রতিযোগিতা থেকে কুইজ এই সমস্ত কিছু রয়েছে ওই অনুষ্ঠানে।