eaibanglai
Homeএই বাংলায়ফের দুর্ঘটনা ডিএসপির ব্লাস্ট ফার্নেসে: ঝলসে গেল ঝাড়খন্ডের ৪ বন্ডেড লেবার

ফের দুর্ঘটনা ডিএসপির ব্লাস্ট ফার্নেসে: ঝলসে গেল ঝাড়খন্ডের ৪ বন্ডেড লেবার

মনোজ সিংহ, দুর্গাপুর:- যমের মৃত্যু দুয়ার দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের দুর্ঘটনা, আগুন। গত আটচল্লিশ ঘণ্টায় পরপর দুবার, আর দুবারেই বিস্ফোরণ – একটি মঙ্গলবারের সন্ধ্যায় বেসিক অক্সিজেন ফার্নেসে আরেকটি বৃহষ্পতিবার রাত্রে ব্লাস্ট ফার্নেসে।

দুটি দুর্ঘটনাতেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে।

বৃহষ্পতিবার রাত্রে ডিএসপি’র ৩ নম্বর ব্লাস্ট ফার্নেসে গ্যাস বর্নারের সাহায্যে একটি লোহার প্লেট কাটিং এর সময় ছলকে ওঠা ভয়াবহ আগুনে ঝলসে গেলেন চারজন ঠিকা কর্মী। এই চারজন শ্রমিক কারখানার ঠিকা মজুরের মর্যাদাও পাননি। তারা ঝাড়খণ্ডের বোকারো’র জি আই এন্টারপ্রাইজ নামের একটি ঠিকা সংস্হার নিজস্ব ভাড়াটে মজুর, বলে সংস্থা সূত্রে জানা গেছে। “এরা সকলেই ওই ঠিকাদারের নিজস্ব মজুর বা বন্ডেড লেবার, যাদের নিয়োগ করা হয়েছিল নিয়ম ভেঙে ঠিকা শ্রমিক ইউনিয়নের অগোচরে অথবা সক্রিয় প্রশ্রয়েই,” বলে কারখানার এক অধিকারিক জানালেন। এদের সকলেরই বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি ও তার সংলগ্ন এলাকায়, বলে জানা গেছে। মাত্র হপ্তাখানেক আগেই ওই ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনায় দুজন কর্মীর মৃত্যু হয়। আহত হওয়া পাঁচ মজুরের দুজন মারা গেলেন কয়েকদিনের ব্যবধানে। তাদের তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এরই মাঝে সেইলে’রই মিশ্র ইস্পাত কারখানায় একজন স্থায়ী শ্রমিক আগুনে ঝলসে মারা যান। এবার আবারও দুর্গাপুর ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনায় চারজন ঠিকা কর্মীর দেহ ঝলসে গেল বৃহষ্পতিবার রাতে।

ঘটনার পর পরই দ্রুত তাদেরকে নিয়ে আসা হয় দুর্গাপুর ইস্পাতের মেন হাসপাতালে। তিনজনের অবস্থা স্থিতিশীল নয়। তারা হলেন – বিনোদ চড়ক, রাকেশ গুপ্তা আর হীরালাল গোপ। তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে শহরেরই বিধান নগর একাকার একটি বেসরকারি স্পেশালিটি হাসপাতালে।

কারখানা এখন লাভের মধ্যে চলেছে। এই কারখানার উৎপাদন ক্ষমতা দিন প্রতিদিনই বেড়েছে, বলে মোদী সরকার বুক বাজিয়ে বলে বেড়াচ্ছে। কিন্তু, তা যে মজুরদের রক্ত, মাংস আর জীবনের বিনিময়ে, তা নিয়ে একটি দিনও আওয়াজ তুলতে দেখা যায়নি একাকার হাই প্রোফাইল সাংসদ কে। একটি অভিযোগের ভিত্তিতে আগের দুর্ঘটনাটির দরুন কারখানার ছয় আধিকারিককে অনিচ্ছাকৃত খুনের এবং অপরাধমূলক চক্রান্তের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তারই মধ্যে ফের এই দুর্ঘটনা।

মঙ্গলবারের ঘটনাটি ঘটে ২ নম্বর বেসিক অক্সিজেন ফার্নেসে। সেখানে বিস্ফোরণে শংকর রুইদাস নামের এক স্থায়ী শ্রমিক ও অভিজিৎ ভান্ডারী নামের এক ঠিকা শ্রমিক আহত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments