সংগীতা চৌধুরীঃ- আগামী ১৪ ই ফেব্রুয়ারী, valentines day ভালোবাসার দিন। ভালবাসার রঙে ভেসে যাবে ভালোবাসার মানুষেরা।এইদিন প্রেমিকের চোখের দিকে তাকিয়ে ভাষা ভুলে যাবে কোন প্রেমিকা, সমাজের শত বাধা কে অগ্রাহ্য করে কেউ আবার মেনে নেবে প্রেমিকের প্রেম প্রস্তাব। ভালোবাসার এই দিন উপলক্ষেই তার ঠিক দুইদিন আগে ভালোবাসাকে সাক্ষী রেখে ভালোবাসার এক ছক ভাঙ্গা গল্প বলবে ‘এ এক অন্য প্রেমের গল্প’।
গল্পের নায়ক বড়লোক বাড়ির ছেলে তুর্য, দম্ভ অহংকার মিশে রয়েছে যার রক্তে,অন্যদিকে গল্পের নায়িকা শ্যামলী খুবই দরিদ্র ও তথাকথিত ভাষায় অসুন্দর একটি মেয়ে। কীভাবে বিপরীত ধর্মী এই দুই মানুষের মধ্যে সমস্ত ফারাক মুছে গিয়ে প্রেমের জয় গান হবে তাই বলবে ‘এ এক অন্য প্রেমের গল্প’, বাহ্যিক চাক চিক্য নয়, মনের অভিজাত্যইয় প্রাধান্য পাবে এখানে। এই গল্পের ভাবনা এবং ডাইরেকশনে আছেন ঋতম মুখার্জী,এছাড়া এই গল্পের নায়ক তুর্যের ভূমিকাতেও দেখা যাবে ঋতমকে। গল্পের শুট হয়েছে হাওড়া ময়দান ও নিকটবর্তী এলাকায়। উল্লেখ্য,আগামী ১২ ই ফেব্রুয়ারি এই শর্ট ফিল্মটি রিলিজ হবে Rit Creation এর ইউটিউব চ্যানেলে।