শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- ভ্যালেন্টাইন্স সপ্তাহতে সেরা উপহার বাঁকুড়ার ছেলে রিতমের অনবদ্য স্বল্প দৈর্ঘ্যের ছবি, এ এক অন্য প্রেমের গল্প। শিল্প ও শিল্পীদের আঁতুড়ঘর বাঁকুড়া জেলা। সেখান থেকেই উঠে আসছেন একজন দক্ষ অভিনেতা, নির্দেশক, গল্প লেখক রিতম মুখার্জী।
ভ্যালেন্টাইন্স সপ্তাহতে মুক্তি পেল তাঁর রচনা, নির্দেশনা ও অভিনয়ে সমৃদ্ধ স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি ‘এ এক অন্য প্রেমের গল্প।’ গতানুগতিকতার বাইরে বেরিয়ে প্রেমের এক নতুন সংজ্ঞা ও উদাহরণ তুলে ধরেছেন তিনি তাঁর এই ছবিতে। তাই তাঁর ছবির নামকরণও সার্থক।
রূপ বা বাহ্যিক চাকচিক্য নয়, নিখাদ মন একটা প্রেমের সম্পদ, এই বার্তা তিনি তুলে ধরেছেন তাঁর ছবিতে। ছবির প্রতিটি পর্বে রয়েছে গল্পের মোচড়। তুর্যের ভূমিকায় তাঁর সাবলীল ও দক্ষ অভিনয় দর্শক দের মন কাড়বে , এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সবশেষে ,ভ্যালেন্টাইন্স সপ্তাহ তে তাঁর এই স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি দর্শক দের আনন্দ দেবেই এই বিষয়ে নিঃসন্দেহে দৃঢ়তার সাথে বলা যায়।