eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর শহরে ভিন্নরাজ্য থেকে মাদক ঢুকছে কি ?

দুর্গাপুর শহরে ভিন্নরাজ্য থেকে মাদক ঢুকছে কি ?

সংবাদদাতা, দুর্গাপুর:- শিল্পাঞ্চল দুর্গাপুর শহরে ইদানিংকালে একাধিক জায়গায় থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে শহর জুড়ে চলছে মাদকের রমরমা ব্যবসা দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন নামিদাম বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান গুলির ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই এই মাদক জালে জড়িয়ে পড়েছেন বলে বিভিন্ন মহলের অনেকদিন ধরেই অভিযোগ আসছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছিল এই মাদক কারবারীদের গতিবিধির উপর তার ফলও মিলল হাতেনাতে দুর্গাপুর শিল্পাঞ্চলের থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো দুই ভিন রাজ্যের মাদক কারবারি। শিক্ষা নগরী দুর্গাপুর শহরে ভিন্নরাজ্য থেকে ঢুকছে মাদক! গোপন সূত্রে খবর থানার কোক ওভেন থানার পুলিশের তৎপরতায় উদ্ধার ব্রাউন সুগার। ভিন রাজ্য থেকে আসা ব্রাউন সুগার উদ্ধার করল কোক থানার পুলিশ। কয়েকদিন যাবতই দুর্গাপুর শহরে আসছে মাদক সেই খবর পুলিশের কাছে আসতে তৎপরতায় শুরু করে কোক ওভেন থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গত রবিবার সন্ধ্যায় ডিভিসি মোড়ের কাছে একটি লাল রঙের চারচাকা গাড়ি কে আটক করে। গাড়িতে থাকা দুই ব্যক্তি থেকে প্রায় ৪০ গ্রামের মতো ব্রাউন সুগার উদ্ধার হয়। সোমবার কোক ওভেন থানার পুলিশ Case No : 15/24. U/S – 21(b)/25/29 NDPS Act 1985, দুই অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করে। অভিযুক্ত মোঃ শাকিল আহমেদ (৫৪) আসানসোল সাউথ থানার অন্তর্গত ইসলামপুর মাস্টারপাড়ার বাসিন্দা ও কৃষ্ণেন্দু দাস ওরফে বাবলু (৩৯) হিরাপুর থানার অন্তর্গত বানপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ আসানসোল আদালতে পেশ করা হয় অভিযুক্তদের। পুলিশ নিজেদের হেফাজতের নিয়ে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত কিনা এবং কোথায় কোথায় এই মাদক সাপ্লাই হতো তার তদন্ত করতে চাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments