সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সালানপুর এবং চিত্তরঞ্জন ব্লকের সেরাদের সংবর্ধনা দিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। আসানসোলের এই ব্লকে ২০২৫-এর উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেরা তিনে জায়গা করে নিয়েছে যথাক্রমে প্রথম- অর্পিতা চক্রবর্তী, দ্লিতীয়- সুজয় কুম্ভকার এবং তৃতীয় স্থানে অজয় কুমার মিত্র ও সুস্মিতা কুম্ভকার।
শনিবার এই কৃতিদের বাড়ি গিয়ে তাদের পুষ্পস্তবক , কলম ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানালেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি এই কৃতিদের আগামী দিনে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সর্বদাই তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন বিধায়ক বলেন, “এরাই দেশের ভবিষ্যৎ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত তাদের মনবল বৃদ্ধি করতে সংবর্ধনা দেওয়া হলো। আগামী দিনে ব্লকের সমস্ত স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিদেরকে সংবর্ধনা দেওয়া হবে।”





