eaibanglai
Homeএই বাংলায়ফাঁড়ির কাছেই চলছে পাচার, খবর নেই দাবি পুলিশের

ফাঁড়ির কাছেই চলছে পাচার, খবর নেই দাবি পুলিশের

নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ– একদিকে সারা দেশে যখন কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সিবিআই, ধরা পড়েছে কয়লা সিন্ডকেটের বেশকয়েকজন, আদালতে চলছে মামলা তখন একেবারে অন্য ছবি ধরা পড়েছে আসানসোলের জামুড়িয়া, বারাবানি, রানিগঞ্জ, সালানপুর, পাণ্ডেশ্বর আসানসোল উত্তর ও দক্ষিণ আসানসোল থানার মতো এলাকায়। অভিযোগ এই সব এলাকায় কোনও বাধা ছাড়াই রমরমিয়ে চলছে অবৈধ কয়লা ব্যবসা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল স্থানীয়দের দাবি জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি সংলগ্ন এলাকাতেই চলে এই অবৈধ কারবার। যদিও পুলিশের দাবি তাদের এলাকায় কোনো বেআইনি কার্যকলাপ চলছে না এবং তবে তাঁরা অবৈধ কার্যকলাপের খবর পেলে ব্যবস্থা গ্রহন করেন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কেন্দা ফাঁড়ির পেছনেই চলে অবৈধ কয়লার কারবার। প্রতিদিন ২ থেকে ৫ ট্রাক কয়লা পাচার হয় ওই এলাকা থেকে। স্থানীয়দের মতে খোলা মুখ খনি বা ওসিপি (ওপেন কাস্ট প্রজেক্ট) কেন্দা ৩ নম্বর ধোরা থেকে প্রতিদিন ২ থেকে ৫ ট্রাক কয়লা অবৈধভাবে উত্তোলন করা হয়। কর্মসংস্থানের অভাবে ও দারিদ্রতার তাড়নায় এলাকার বহু মানুষ এই অবৈধ কয়লা উত্তোলনের সঙ্গে জড়িয়ে পড়েছে। এরা রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে খনি থেকে কয়লা সংগ্রহ করে ওআশেপাশের কিছু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। পরে ওই কয়লা সিন্ডিকেটের মাধ্যমে পাচার হয়ে যায় বলে অভিযোগ।

প্রশাসনিক তৎপরার অভাবের অভিযোগ তুলে স্থানীয়দের দাবি এই অবৈধ কয়লা কারবার শুধু জামুড়িয়া ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলারই অবনতিই করছে না, এলাকার উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments