eaibanglai
Homeএই বাংলায়সাইবার প্রতারণার শিকার আসানসোল পুরনিগম, উধাও ৪০ লক্ষ টাকা

সাইবার প্রতারণার শিকার আসানসোল পুরনিগম, উধাও ৪০ লক্ষ টাকা

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– এবার সাইবার প্রতারণা চক্রের শিকার আসানসোল পুরনিগম। আসানসোলে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে থাকা পুরনিগমের অ্যাকাউন্ট থেকে থেকে উধাও হয়ে গেছে ৪০ লক্ষ টাকা। পুরনিগমের ফিনান্স অফিসার বুধবার বিকেলে আসানসোল দুর্গাপুর পুলিশের আসানসোল সাইবার থানায় পুরো বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনার কথা জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে সরব হয়েছেন দুই বিরোধী দল বিজেপি ও কংগ্রেস। বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবর পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে এই প্রসঙ্গে এদিন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় পুরনিগমের অ্যাকাউন্ট আছে। পুরনিগমের ভুয়ো লেটার প্যাডে মোবাইল নম্বর বদল করার আবেদন জমা পড়েছিল ব্যাঙ্কের ওই শাখায় । সেই সূত্র ধরেই পুরনিগমের অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা উধাও হয়। আসানসোল পুরনিগমের একাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া টাকা মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি অ্যাকাউন্টে জমা পড়েছিলো। পরে তার মধ্যে থেকে ২৮ লক্ষ টাকা ট্রান্সফার হয়ে যায় অন্য অ্যাকাউন্টে। যদিও পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ১২ লক্ষ টাকা উদ্ধার করে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরনিগমকে বিষয়টি জানানোর পরই একাউন্ট থেকে টাকা উধাও হওয়ার বিষয়টি নজরে আসে। পাশাপাশি তিনি বলেন,”অনুমান করা হচ্ছে, পুরনিগমের কাছে থাকা ক্যানসেল বা বাতিল চেকের ক্লোন বা জাল করে এই টাকা হাতানো হয়েছে।”

এই সম্পর্কে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ জানান, আসানসোল পুরনিগমের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার থানায়। সেই মতো মামলা করে তদন্ত শুরু করা হয়েছে। যদিও টাকা উধাও নিয়ে ওই ব্যাঙ্কের তরফে কোন মন্তব্য করা হয়নি। ব্যাঙ্কের তরফে শুধু বলা হয়েছে, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, এই নিয়ে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর গুলাম সরবর বলেন, “আসানসোল পুরনিগম দূর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছে। এর পেছনে পুরনিগমের আধিকারিক ও কর্মীদের সঙ্গে শাসক দলের নেতাদের একাংশ আছেন। আমরা চাই ঘটনা তদন্তে করে এর রহস্য বার করা হোক।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments