eaibanglai
Homeএই বাংলায়১৫ হাজার টাকা বেতন সহ একাধিক দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ

১৫ হাজার টাকা বেতন সহ একাধিক দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সপ্তাহের প্রথম দিনে সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পৌরনিগম চত্বর। বেতন বৃদ্ধি, পিএফ বা প্রভিডেন্ট ফান্ড ও ইএসআইয়ের সুবিধা, পরিচয় পত্র সহ একাধিক দাবিতে এদিন সকাল থেকে পুরনিগম চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের এই বিক্ষোভ বেশ কিছুক্ষণ চলার পরে আলোচনা করে পরিস্থিতি সামাল দেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ মানস দাস । এদিন দফায় দফায় আলোচনা চলে সাফাই কর্মীদের সঙ্গে। পুর চেয়ারম্যান, মেয়র পারিষদ মানস দাস ছাড়াও মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেও তাদের দাবির বিষয়ে জানান সাফাই কর্মীরা। পরে মেয়রের আশ্বাসে বিক্ষোভ এদিনের মতো তুলে নেন তারা। জানা গেছে, মঙ্গলবার সাফাই কর্মীদের তরফে চারজনের এক প্রতিনিধি দল পুর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।

এদিনের বিক্ষোভ নিয়ে সাফাই কর্মীদের তরফে অরুণ বাউরি বলেন, দৈনিক মজুরির ভিত্তিতে এখন আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা মাসে ৯ হাজার টাকার মতো বেতন পায়। তাতে সংসার চলে না। বেতন বৃদ্ধি করে ১৫ হাজার টাকা করতে হবে। সাফাই কর্মীদের কোন আইকার্ড বা পরিচয় পত্র নেই। অবিলম্বে সেই আই কার্ডের ব্যবস্থা করতে হবে। চালু করতে হবে পিএফ ও ইএস আই।

অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় জানান,গত বছরই সাফাই কর্মীদের বেতন বাড়ানো হয়েছিল। তবে যারা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাদের অবশ্যই সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবতে হবে। পুরনিগমের তরফে যতটা করা যায়, ততটা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

তবে আন্দোলনকারীরা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আলোচনা থেকে কোন ফল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রুপরেখা ঠিক করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments