eaibanglai
Homeএই বাংলায়কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল পৌরনিগমের ১৭নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরার বিরুদ্ধে এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠল। কুলটি থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন ওই প্রতিবন্ধী যুবক প্রেম দাস। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর লালন মাহেরা।

জানা যায় গত শনিবার লালবাজার বসুমতি মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস তার এলাকায় তিনদিন ধরে বিদ্যুৎ না থাকার বিষয়টি স্থানীয় কাউন্সিলার লালন মেহেরাকে ফোনের মাধ্যমে জানান। অভিযোগকারীরা জানান এরপর রবিবার লালন মেহেরা দলবল নিয়ে প্রেম দাসকে মারধর করেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলার লালন মেহেরা। তিনি বলেন, “পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে একটা বিসিসিএলের বড় সেড বিসিসিএলের বিদ্যুতের তারের উপর পড়ে যায়। আমি নিজে উদ্যোগ নিয়ে পৌরনিগমের ট্রাক্টর, জেসিবি মেশিন দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএলকে বিষয়টি জানাই। কাউন্সিলারের যা কাজ সেটা আমি করেছি। জায়গাটি পরিষ্কার করেছি, বিসিসিএলকে বিদ্যুতের সমস্যাটি নিয়ে জানিয়েছি। আমি তো আর তার জুড়ে দিতে পারি না। কিন্তু বিদ্যুৎ না থাকার জন্য উল্টে ওই প্রেম দাস আমাকে গালিগালাজ করে। গুলি করারও হুমকি দেয়। আমিও ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো।”

অন্যদিকে বিজেপি কাউন্সিলরের ভূমিকা নিয়ে সমালোচনা করেছে কুলটি ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। কুলটি ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বিষয়টি প্রসঙ্গে বলেন, “একজন জন প্রতিনিধির কাছে সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারেন বা সমস্যার কথা জানাতেই পারে। আসলে এইটা বিজেপির কালচার। শুনেছি অভিযোগ হয়েছে। আইন আইনের পথে চলবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments