সংবাদদাতা,আসানসোলঃ- নাকা তল্লাশিতে বড়সড় সাফল্য পেল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের চোখে ধূলো দিয়ে পালানোর সময় আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফাতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুষ্কৃতী ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা এবং ছিনতাই ও সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত। ধৃত ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার মণ্ডল, বয়স ৩০ বছর।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির বিহার রোডের হাসিপাহাড়ি ময়দান থেকে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় দুই আরোহী সহ একটি বাইক দাঁড় করাতে গেলে পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাইক চালক। পুলিশ তাদের তাড়া করে একজনকে ধরতে সফল হয়। অন্যজন পালিয়ে যায়। ধৃত ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার মন্ডল (৩০)। পলাতক ব্যক্তির নাম বিকাশ কুমার মাহাতো। দুজনেই পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার পারবেলিয়া এলাকার বাসিন্দা হলেও পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এরা নানা দুষ্কর্মের জন্য পারবেলিয়া এলাকায় থাকতো। এদের আসল বাড়ি ঝাড়খণ্ডের জামতাড়া জেলার কোরমাটাহারে। ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি এলাকায় ছিনতাই করার জন্য এসেছিল দুই দুষ্কৃতী। এদের সঙ্গে আর কারা কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক বিকাশ কুমার মাহাতো নামে অপর দুষ্কৃতীর খোঁজেও শুরু হয়েছে জোরদার তল্লাশি। বুধবার ধৃতকে নিজেদের হেফেজতে চেয়ে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে গতি আনতে চাইছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।