সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– অভিযোগ উঠছে দূষণের জন্য ক্রমাগত ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা প্রকৃতির। যার ফল স্বরূপ দেখা দিচ্ছে নানা প্রাকৃতিক বিপর্যয়- বন্য়া, খরা, ধস, ভূমিকম্প ইত্যাদি। ফলে দূষণ নিয়ন্ত্রণের বিষয়টি মাথায় রেখে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। ইউরোপের বহু দেশে এই গাড়ি বাধ্যতামূলক করা হচ্ছে। আবার কিছু কিছু দেশ তার পরিকল্পনা নিচ্ছে। ভারতেও ধীরে ধীরে পেট্রল চালিত গাড়ির পাশেই জায়গা করে নিচ্ছে ব্যাটারি চালিত চার চাকা গাড়ি।
রবিবার আসানসোলে চারচাকার ব্যাটারি চালিত একটি গাড়ির শো-রুমের উদ্বোধন হল। উদ্বোধন করেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম। কোম্পানির পক্ষ গাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয় পেট্রোল চালিত চারচাকা গাড়ির কিলোমিটার প্রতি সাতটাকা খরচ হলে ব্যাটারি চালিত এই গাড়ির খরচ হবে মাত্র সাড়ে তিনটাকা। তাছাড়া ব্যাটারী পাল্টানোর কোন ঝামেলা নেই। সারা জীবন ব্যাটারির উপর গ্যারান্টি থাকবে। ১৫ লক্ষ টাকা থেকে ৭০ লক্ষ ২২ হাজার টাকা খরচ পড়বে এই নতুন ব্যাটারি চালিত চারচাকা গাড়ির।