সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল শিল্পাঞ্চলের অন্যতম বিগ বাজেটের দুর্গা পূজা কমিটিগুলির মধ্যে অন্যতম হলো বার্নপুর রোডের আসানসোল রবীন্দ্র নগর উন্নয়ন সমিতির পুজো। এই বছর আসানসোলের এই পুজো কমিটির পুজো ৫৮ তম বর্ষে পদার্পন করল। বিগত বছরগুলোর মতো এই বছরও ধুমধামের সঙ্গে এখানে দূর্গা পুজোর আয়োজন করা হচ্ছে। এবারের পুজো প্যান্ডের থিম ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর। পুজো প্যান্ডেল উদ্বোধনের আগে থেকেই মানুষ ছুটে যাচ্ছে এই প্যান্ডেল দেখতে। এবার কর্ণাটক বিধানসভা ভবনের আদলে পুজো পুজো প্যান্ডেল তৈরি করা হয়েছে। এছাড়া কুমারটুলি থেকে মা দুর্গার প্রতিমা আনা হয়েছে। পুজো কমিটির সম্পাদক সুমন বোস জানান, প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপূজা প্যান্ডেল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে তাদের আশা।





