সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কর্মীদের বোনাস নিয়ে সেলের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সমস্ত শ্রমিক সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে নামতে চলেছে। বার্নপুর, দুর্গাপুর সহ সমস্ত ইস্পাত কারখানায় চলবে এই আন্দোলন। বার্নপুরে রবিবার সমস্ত শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা একযোগে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ওই বৈঠকে আইএনটিইউসি ছাড়াও সিটু , ভারতীয় মজদুর সংঘ , এআইটিইউসি ও হিন্দ মজদুর সভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইএনটিইউসির বার্নপুরের সেল আইএসপি বা ইস্কো কারখানার দায়িত্বে থাকা নেতা হরজিৎ সিং জানান, সেল কর্তৃপক্ষ শ্রমিকদের বোনাস নিয়ে তাদের সাথে কোনো রকম চূড়ান্ত আলোচনা না করেই বেতনের সঙ্গে ২৬ হাজার ৮১ টাকা করে ব্যাংকের স্যালারি একাউন্টে পাঠিয়ে দিয়েছে। যেখানে শ্রমিকদের দাবি ছিল ৪২ হাজার ৫০০ টাকা করে বোনাস দেওয়ার। কারণ কোম্পানির লাভ বর্তমানে অনেকটাই বেড়েছে। পাশাপাশি তিনি জানান সমস্ত সংগঠনগুলি একযোগে সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৪ ও ১৫ অক্টোবর বার্নপুর, দুর্গাপুর সহ সমস্ত ইস্পাত কারখানা গুলিতে ধর্ণায় বসা হবে। এছাড়াও আগামী ২৩ ও ২৪ অক্টোবর একসাথে সমস্ত কারখানায় ধর্মঘট করার কথা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এরজন্য আগামী ৯ অক্টোবর শ্রমিক সংগঠনগুলির তরফে সমস্ত ইস্পাত কারখানায় ধর্মঘটের নোটিশ দেওয়া হবে।