eaibanglai
Homeএই বাংলায়মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে পূজা প্যাণ্ডেল উদ্বোধন

মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে পূজা প্যাণ্ডেল উদ্বোধন

সংবাদদাতা,আসানসোলঃ- মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে পূজা প্যাণ্ডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে আসানসোলের কোলিয়ারি এলাকার ধেমোমেন পূজা কমিটি। ৩০ লাখ টাকা অর্থ ব্যয়ে নির্মিত এই প্যাণ্ডেল ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীর।

এবার ৫৩তম বর্ষে পদার্পণ করল ধেমোমেন পূজা কমিটির দূর্গাপুজো। গতবার দুবাইয়ের বুর্জ খলিফার আদলে জমকালো প্যাণ্ডেল তৈরি করে বিপুল জনপ্রিয়তা অর্জন করার পর এবার মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে প্য়াণ্ডেল তৈরির সিদ্ধান্ত নেয় পুজো কমিটি। তার জন্য নদীয়ার কৃষ্ণনগরে অভিজ্ঞ কারিগরদের আনা হয়। সেই কারিগর তথা শিল্পীদের তিন মাসের অক্লান্ত পরিশ্রমে মনোমুগ্ধকারী প্যাণ্ডেলটি তৈরি হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। প্যাণ্ডেলটি এক পলকে দেখলে মনে হবে মুম্বই থেকে তাজ হোটেল তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে। প্যাণ্ডের জমকালো আলো এর সৌন্দর্যতা আরও বাড়িয়ে দিয়েছে। চনন্দনগরের আলো শিল্পীরা প্যাণ্ডেলটিকে আলোয় সাজিয়ে তুলেছে বলে জানা গেছে।

পঞ্চমীর সন্ধ্যে থেকেই প্যাণ্ডেল দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এদিন এই প্যাণ্ডেল তথা পুজোর উদ্বোধন করেন আইসিএল-এর ডিটি, ওপি কাম পিএনপি অফিসার, হেডকোয়ার্টার, নীলাদ্রি রাই এবং আইসিএল-এর এরিয়া মহাব্যবস্থাপক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া এবং প্রাক্তন কাউন্সিলর রোহিত নোনিয়া সহ বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments