eaibanglai
Homeএই বাংলায়শ্রমিক নিবাসের ব্যালকনি থেকে পড়ে গেলেন নিরাপত্তারক্ষী, উত্তেজনা

শ্রমিক নিবাসের ব্যালকনি থেকে পড়ে গেলেন নিরাপত্তারক্ষী, উত্তেজনা

সংবাদদাতা,আসানসোলঃ- সালানপুরে একটি বেরসরকারি কারখানার ভিতরে শ্রমিক নিবাসের ব্যালকনি দিয়ে পড়ে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়ায় কারখানা চত্বরে। ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনেরা।

জানা গেছে মৃত নিরাপত্তারক্ষীর নাম বৈদ্যনাথ মুর্মু, বয়স (৪৫)। সামডি শিয়ালডাঙ্গার বাসিন্দা ছিলেন তিনি। ৬ই অক্টোবর রাত্রি আড়াইটা নাগাদ কারখানার ভিতরের শ্রমিক নিবাসের ব্যালকনি থেকে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন সোমবার বিকেলে ময়নাতদন্তের পরে পরিবারের সদস্যরা কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। পরিবারের তরফে ১০লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি করা হয়। কারখানা কর্তৃপক্ষ ৬লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

অন্যদিকে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় ওই নিরাপত্তা রক্ষী মদ্যপ অবস্থায় ব্যালকনির ধারে দাঁড়িয়ে রয়েছেন ও বেসামাল হয়ে ব্যালকনি থেকে পড়ে যাচ্ছেন। ওই সিসিটিভি ফুটেজ সামনে আসতেই কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে কারখানার ভিতরে কোনো শ্রমিক মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারেন না সেখানে ওই নিরাপত্তা রক্ষী কীভাবে নেশার দ্রব্য পেল তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় নিউজ পোর্টাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments