সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– রবিবার দশমীর মধ্যে দিয়ে শেষ হলো এবারের দূর্গাপুজো বা শারদোৎসব। আবারো আরও একটা বছরের অপেক্ষা। অন্যদিকে এদিন সকাল থেকে আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চল জুড়ে মন্ডপে মন্ডপে শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জনের শেষ প্রস্তুতি। তারপর শুরু হয় সিঁদুর খেলার পালা। সিঁদুর খেলার পর সন্ধ্যে থেকে শুরু হয় বিসর্জনের পালা। আসানসোল ও বার্ণপুরে বিসর্জনের সঙ্গে বেরোয় আখড়া। যেখানে দেখানো হয় নানা শারীরিক কসরত।
অন্যদিকে, বিসর্জন নির্বিঘ্নে করতে পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা সহ সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এদিন। দামোদর সহ একাধিক পুকুরে লাগানো হয়েছে লাইট। করা হয়েছে পুলিশ ক্যাম্পও।