সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- আগামীকাল অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল দুর্গাপুজো কার্নিভাল ২০২৪। এবার দ্বিতীয় বর্ষে দুর্গাপুজো কার্নিভালে অংশ নেবে ১৭ টি দুর্গাপুজো। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ১৪।
পুজো কার্নিভাল সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রবিবার সকালে আসানসোলের সার্কিট হাউসে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( হেডকোয়ার্টার) অরবিন্দ আনন্দ, জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বৈঠক শেষে জেলাশাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা কার্নিভাল স্থল পরিদর্শন করেন।
প্রসঙ্গতঃ, এবারের পুজো কার্নিভাল আসানসোল শহরের জিটি রোডের রবীন্দ্র ভবন সংলগ্ন রাস্তায় হচ্ছে না। এবারে পুজো কার্নিভালের রুট পরিবর্তন করা হয়েছে। পুজো কার্নিভাল হবে বার্নপুর রোডে। যার জন্য বার্নপুর রোড ও সংযোগকারী সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সোমবার দুপুর থেকেই। বিকেল চারটে থেকে শুরু হবে পুজো কার্নিভাল। চিত্রা মোড় থেকে শোভাযাত্রা সহকারে প্রতিমাগুলি একে একে আসবে। তা শেষ হবে ভগৎ সিং মোড়ে। তার মাঝে আসানসোল পুলিশ লাইন সংলগ্ন বার্নপুর রোডে তিনটি স্টেজ করা হয়েছে। মূল স্টেজের সামনে পুজো কমিটির সদস্য ও সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। সেখানে বিচারকরা থাকবেন। তারা তিনটি সেরা দুর্গাপুজোকে বেছে নেবেন। রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসন সেই তিনটি পুজোকে পুরষ্কৃত করবে।