eaibanglai
Homeএই বাংলায়আরজি কর কাণ্ড পূর্ব পরিকল্পিত, দাবি বিজেপি বিধায়কের

আরজি কর কাণ্ড পূর্ব পরিকল্পিত, দাবি বিজেপি বিধায়কের

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, পূর্ব পরিকল্পিত ও যড়যন্ত্র মাফিক করা হয়েছে। আর এর পেছনে রয়েছে কলকাতা পুলিশ ও আরজি কর হাসপাতালের চিকিৎসক আধিকারিকরা। বুধবার বিকেলে আসানসোলে দলের এক কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য।

শমিক ভট্টাচার্য এদিন অভিযোগ করে বলেন, “আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা অন্য ঘটনার থেকে একেবারে ভিন্ন। সমাজে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে তা পরিকল্পিত।” ঘটনায় তিনি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েনি। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মামলায় ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আন্তরিক হতেন, তাহলে প্রথম দিনেই সিবিআই তদন্তের দাবি জানাতেন। পুলিশকে কেন তথ্য নষ্ট করার জন্য সাত দিন সময় দেওয়া হলো? এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সম্পর্কে আমরা জানি। আমরা দেখেছি কামদুনির ঘটনায় তার কি ভূমিকা ছিল। সাক্ষ্য কারচুপি করে আদালতে এমনভাবে পেশ করা হলো কামদুনি মামলার আসামিরা খালাস পেয়ে গেলেন।” এর পাশাপাশি আরজি করের সেমিনার রুম সংলগ্ন ঘর সংস্কার করা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “আরজি কর হাসপাতালের যে জায়গায় এই ঘটনা ঘটেছে, সেখানে হঠাৎ করে ভাঙার কাজ শুরু করা হলো। এর মানে কি? এর উদ্দেশ্য হলো তাড়াহুড়ো করে ঘটনার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া।” মহিলা ডাক্তারের শেষকৃত্যের বিষয়ে তিনি বলেন, “ময়নাতদন্তের নামে যা হয়েছে তাও এখন আমাদেরসামনে। হাসপাতাল ব্যবস্থাপনা ও পুলিশের মধ্যে যে কথা হয়েছে তাতে বোঝা যাচ্ছে পুলিশ এটিকে একটি আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করছিলো। যার অর্থ তারা চায় না যে এই ঘটনার পেছনের প্রকৃত অপরাধী প্রকাশ্যে আসুক। তৃণমুল কংগ্রেস সর্বদা সেই লোকদের বাঁচানোর চেষ্টা করেন যারা তাদের ভোটব্যাঙ্ক। কামদুনির মতো এখানেও এই জিনিস দেখা গেছে।”

প্রসঙ্গত এদিন বিকেলে আসানসোলের বার্ণপুর রোডে কোর্ট মোড় সংলগ্ন আসানসোল উত্তর বিজেপির পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন শমিক ভট্টাচার্য। অন্যদের মধ্যে ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও দেবতনু ভট্টাচার্য, কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। সাংবাদিক সম্মেলন শেষে এদিন সন্ধ্যায় আসানসোলের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার তরফে ” বিভাজন বিভিষীকা ” শীর্ষক এক সভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন শমিক ভট্টাচার্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments