সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বিভীষিকাময় আরজি কর কাণ্ডের পর রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেছে। ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে সরব হয়েছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এরপরই সব সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় বদল আনতে চলেছে স্বাস্থ্য দপ্তর। সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালও। সেখানকার মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার নজরদারিতে নামানো হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ” শক্তি ” বাহিনীকে।
মুলতঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে এই ” শক্তি ” বাহিনী। কালো পোশাক পড়া এই ” শক্তি ” বাহিনীর মহিলা পুলিশ কর্মীরা স্কুটি নিয়ে এলাকায় এলাকায় ঘুরে নজরদারি চালান। কোন জায়গায় মহিলারা রাস্তায় বেরিয়ে কোন ধরনের সমস্যায় পড়লে এই ” শক্তি ” বাহিনী তাদের সাহায্য় করে। এবার থেকে এই ” শক্তি ” বাহিনী আসানসোল জেলা হাসপাতালে নজরদারি চালাবে।
সোমবারই ” শক্তি ” বাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে প্রতিদিন সকালে আসানসোল জেলা হাসপাতালে শক্তি বাহিনী এমারজেন্সি বিভাগ সহ বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে নিরাপত্তা ক্ষতিয়ে দেখবে। পাশাপাশি তারা কথা বলবেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে। এছাড়াও প্রয়োজনে যে কোনো সময়ে এই বাহিনীকে ডেকে তাদের সাহায্য় নিতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। তারজন্য একটি বিশেষ ফোন নম্বরও জেলা হাসপাতালে দেওয়া হয়েছে।