সংবাদদাতা,আসানসোলঃ- রবিবার গভীর রাতে আসানসোলে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বিজেপি নেতার। জানা গেছে মৃত দুই বিজেপি নেতা মন্ডল সভাপতি ও সম্পাদক ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে বারাবনি থানার গৌরান্ডী থেকে আসানসোল যাওয়ার রাস্তার আমডিহা মোড় এলাকায়। যদিও দুই বিজেপি নেতার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দাবি জানিয়েছে সঠিক তদন্তের।
মৃত দুই বিজেপি নেতার নাম বাবলু সিংহ ও মহেন্দ্র সিংহ। দুজনেই দাসকেয়ারীর বাসিন্দা। জানা গেছে গতকাল রাতে একটি বাইকে করে গৌরান্ডী থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন দুজনে। পথে বারাবনি থানার আমডিহা মোড়ে এক পেট্রোল পাম্প থেকে তেল ভরেন তারা। পেট্রোল পাম্প থেকে বেরনোর পরই একটি লরি তাদের বাইকে ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাবলু সিংহের। পুলিশ মহেন্দ্র সিংহকে উদ্ধার করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।
অন্যদিকে দুই বিজেপি নেতার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তারা দুই বিজেপির নেতার মৃত্যুর নিয়ে সংশয় প্রকাশ করেন। বিজেপি করার জন্যই ওই দুজনকে খুন করা হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তারা। এটা দুর্ঘটনা না খুন, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা। যদিও রাজ্যের পুলিশের উপর ভরসা নেই বলেও দাবি তাদের।
অন্যদিকে দুর্ঘটনার পর ঘাতক লরিটির খোঁজ শুরু হলেও তার হদিশ মেলেনি। তবে দুর্ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।