eaibanglai
Homeএই বাংলায়চিত্তরঞ্জনে বাংলা-ঝাড়খন্ড পুলিশের গুরুত্বপূর্ণ বৈঠক

চিত্তরঞ্জনে বাংলা-ঝাড়খন্ড পুলিশের গুরুত্বপূর্ণ বৈঠক

সংবাদদাতা,আসানসোলঃ– আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শান্তি শৃঙ্খলা নিয়ে রবিবার বাংলা-ঝাড়খন্ড দুই রাজ্যের পুলিশের গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হল চিত্তরঞ্জনের ডি এন্ড ডি বিল্ডিংয়ে। প্রশাসন সূত্রে জানা গেছে নির্বাচনের সময় বাংলা-ঝাড়খন্ড সীমানা এলাকায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নির্বাচনের আগে সীমান্ত এলাকা থেকে যাতে কোন অপরাধী প্রবেশ করতে না পারে অথবা অপরাধ করে বেরিয়ে যেতে না পারে, এই বিষয়গুলো সুনিশ্চিত করতেই আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের নেতৃত্বে এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পশ্চিম) অভিষেক মোদি সহ উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের নলার এসডিপিও মনোজ কুমার রানা,নিরসার এসডিপিও পীতাম্বর সিং, মিহিজাম,জামতাড়া,চিরকুন্ডা, বিন্দাপাথর সহ আরো বিভিন্ন থানার পুলিশ আধিকারিকেরা। এছাড়াও ছিলেন জিআরপির ডিএসপি উজ্জ্বল দাস,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিক শৌভণিক সেনগুপ্ত, এসিপি (কুলটি) সুকান্ত ব্যানার্জি, এসিপি হীরাপুর প্রতীক রায়, এসিপি স্পেশাল ব্রাঞ্চ ঈপ্সীতা দত্ত, সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হক,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা ,চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর ইনচার্জ রাজু স্বর্ণকার সহ বারাবনি ও কুলটি থানার পুলিশের বিশেষ আধিকারিকেরা।

পুলিশ সূত্রে জানা গেছে এদিনের বৈঠকে দুই রাজ্যের পুলিশের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। নির্বাচনের আগে যাতে দুই রাজ্যের পুলিশের মধ্যে সমন্বয়ে সমস্ত রকম অপরাধ মূলক কাজকর্মে লাগাম টানা যায় সে বিষয়টি উঠে আসে এদিনের বৈঠকে। পাশাপাশি দুষ্কৃতকারীদের আন্তঃ রাজ্য যাতায়াত ঠেকাতে একাধিক নাকা চেকপোস্ট সক্রিয় করার কথা উঠে আসে। এছাড়াও দাগি অপরাধীদের তথ্য আদান প্রদান রুখতে দুই রাজ্যের সীমানাবর্তী থানা গুলিকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments