eaibanglai
Homeএই বাংলায়বিজেপি নেতার উদ্যোগে নারীদের সম্মান রক্ষায় অ্যাপ

বিজেপি নেতার উদ্যোগে নারীদের সম্মান রক্ষায় অ্যাপ

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আরজি কর কাণ্ডে যখন তোলপাড় রাজ্য তথা গোটা দেশ, তখন এমন আবহে রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নারীদের সম্মান রক্ষায় এগিয়ে এলেন। আসানসোল শহরে চালু করলেন একটি অ্যাপ ” প্রহরী”। আসানসোলের বার্ণপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন দলের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অ্যাপের কথা জানান তিনি। এদিকে বিজেপি নেতার এই উদ্যোগকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু।

সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “আসানসোল এলাকায় ‘প্রহরী’ নামে একটি নতুন অ্যাপ চালু করা হলো। এর মাধ্যমে আসানসোল এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৪ ঘন্টা চেষ্টা করা হবে। এই অ্যাপে দুটি ফোন নম্বর রয়েছে। যখনই কোন নারী সমস্যায় পড়বেন, তখন এই এ্যাপে তা জানাতে পারবেন। তা জানার পরে আমাদের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের কাছে পৌঁছে যাবেন। তারা তাদের উদ্ধার করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন।” তিনি আরো বলেন, “বর্তমানে এই অ্যাপটি শুধুমাত্র আসানসোলে চালু থাকবে। যে কেউ প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটির প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার কারণ হলো বাংলার পুলিশ প্রশাসন নারী বা মহিলাদের সুরক্ষার বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এ কারণেই এই অ্যাপটি চালু করতে হয়েছে।”

অন্যদিকে বিজেপি নেতার এই উদ্যোগ নিয়ে মঙ্গলবার কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু। তিনি বলেন, “এটা একটা ভাঁওতা ছাড়া কিছু নয়। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এইসব করে মিডিয়ায় প্রচারে থাকতে চান। নারীর নিরাপত্তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় যদি মহিলাদের নিরাপত্তা নিয়ে এতোটাই উদ্বিগ্ন হন তাহলে তিনি নন্দীগ্রামে যান না কেন?এখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে গোটা রাজ্যে আন্দোলন চলছে, তাই তিনিও কিছু একটা করে ভেসে থাকতে চান।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments