eaibanglai
Homeএই বাংলায়কারখানার দূষিত জল খেয়ে মৃত্যু ৪টি গাবাদি পশুর, ক্ষোভ

কারখানার দূষিত জল খেয়ে মৃত্যু ৪টি গাবাদি পশুর, ক্ষোভ

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– কারখানার দূষিত জল খেয়ে মৃত্যু হয়েছে চার চারটি গাবাদি পশুর। আর এই দূষণ ছড়ানোর অভিযোগ উঠেছে আসানসোলের বারাবানি থানা অন্তর্গত কালি ধাওরা এলাকার ন’পাড়ার এক বেসরকারি কারখানার বিরুদ্ধে। আসানসোলের মহকুমা শাসক ও পুলিশের নির্দেশে গরু গুলির ময়না তদন্ত জন্য গবাদি পশুগুলিকে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘরে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। সোমবারের এই ঘটনার পর এলাকার মানুষেরা কারখানার গেট আটকে বিক্ষোভ দেখায়। তাদের দাবি এই কারখানাটি দিনের পর দিন এলাকায় দূষণ ছড়াচ্ছে। কোন বড় ঘটনা ঘটলে নামমাত্র তদন্ত ছাড়া আর কিছুই হয় না। বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করে না। অন্যদিকে স্থানীয়েদর মতো একই কথা জানান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আসানসোল রিজিওনাল অফিসার ইনচার্জ সুদীপ ভট্টাচার্য। তিনি জানান এক বছর আগেও ওই কারখানার বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ উঠেছিল।

জানা গেছে ওই কারখানা সংলগ্ল মাঠে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের গবাদি পশু চড়তে আসে। কারখানা থেকে বেরিয়ে আসা নর্দমার জল খায় পশুরা। এর ফলেই কখনো অসুস্থ আবার কখনো মরে পড়ে থাকতে দেখা যায় গবাদি পশুদের। কারখানা কর্তৃপক্ষ যাতে দূষণ নিয়ন্ত্রণের জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments