সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আর জি কর কাণ্ডের প্রতিবাদের সুর চড়ছে দিন দিন। প্রতিবাদের রেশ রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। প্রতিবাদ জানাচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। বাদ পড়েনি আসানসোল শিল্প শহর। এই শহরেও ইতিপূর্বে ভগৎ সিং মোড়ে, বিএন আর মোড়ে বিভিন্ন সংঘটন আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ, ধর্ণা, মিছিল করেছে। তবে গত মঙ্গলবার উঠে এল প্রতিবাদের এক অন্য ছবি। প্রচন্ড বৃষ্টির মধ্যে রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে শিল্পাঞ্চলের উঠতি চিত্রকররা রং তুলিতে আর জি করের ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবি জানালেন। উঠে এল প্রতিবাদের নানা ছবি।
ইন্দ্রদীপ কোনার নামে এক চিত্রকর জানান তাদের দাবি অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিবে হবে ও আগামী দিনে যাতে এই ধরণের ঘটনা আর না ঘটে সরকারকে সে বিষয়ে নজর রাখতে হবে।