সংবাদদাতা,আসানসোলঃ– ডাকাতির উদ্দেশ্য বানচাল করে বড়সড় সাফল্য পেল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। ঘটনায় গ্রেফতার তিন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
জানা গেছে সোমবার সন্ধ্যায় পুলিশ খবর পায় রূপনারায়নপুরের বিভিন্ন এলাকায় তিন যুবক পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে। গোপন সূত্রে সেই খবর পেয়ে রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হকের নেতৃত্বে একটি দল অভিযানে নামে এবং হারিসাডি যাওয়ার রাস্তায় রূপনগর এলাকা থেকে তিনজনকে আটক করে। তাদের কাছে থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ,একটি কার্তুজ, ধারালো অস্ত্র ও দড়ি। এছা়ড়াও দুষ্কৃতীরা যে বাইকটিতে করে যাচ্ছিল সেটিও বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল ওই তিন দুষ্কৃতী। ধৃত তিনজন হলো বিকাশ হাঁড়ি(১৮),জামুড়িয়া থানার তপসি শিব মন্দির এলাকার বাসিন্দা ,রাহুল মহালি(২১),জামতড়া গায়চাঁদ এলাকার বাসিন্দা,রামকিশোর সিং (৩০),উত্তর প্রদেশের মকরনপুর এলাকার বাসিন্দা।
ধৃতদের আজ আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ। ধৃত ওই তিন জনের সঙ্গে বড়সড় কোনও অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।