eaibanglai
Homeএই বাংলায়একই দিনে তিনটি পৃথক রাস্তার শিলান্যাস

একই দিনে তিনটি পৃথক রাস্তার শিলান্যাস

সংবাদদাতা,আসানসোলঃ– একই দিনে তিনটি পৃথক রাস্তার শিলান্যাস হল আসানসোলের সালানপুর ব্লকে। শিলান্যাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান। এছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

এদিন প্রথমে কুসুমকানালি থেকে হিন্দুস্তান কেবেলস ফুটবল ময়দান পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তাটির শিলান্যাস করা হয়। জেলা পরিষদের ফান্ড থেকে প্রায় ৪৭লক্ষ ৪২ হাজার টাকা ব্যয় করা হবে এই রাস্তার জন্য। দ্বিতীয় রাস্তাটি প্রায় ৬.৪ কিলোমিটার দীর্ঘ পিচ রাস্তা। এই রাস্তা দেশবন্ধু পার্ক থেকে আপারকেশিয়া,লোয়ার কেশিয়া হয়ে জিৎপুর ব্রিজ পার করে সোজা চলে যাবে কল্ল্যা পঞ্চায়েতের শিয়াকুলবেড়িয়া পর্যন্ত। রাস্তাটি তৈরিতে খরচ পড়বে প্রায় সাড়ে চার কোটি টাকা। রুলাল রোড প্রজেক্ট আন্ডার আর আইডিএফের ফান্ড থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। এবং তৃতীয় রাস্তাটি ধাগুড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে কাশিডাঙ্গা শ্মশান পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তা। যার জন্য খরচ পড়বে প্রায় ৯১লক্ষ টাকা। পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের ফান্ড থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে।

এদিন মহম্মদ আরমান জানান বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় সালানপুর ব্লকে প্রচুর রাস্তার নির্মাণ করা হয়েছে এবং আগামী দিনেও যেসব রাস্তা বাকি রয়েছে সেগুলি করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments