সংবাদদাতা,আসানসোলঃ– একই দিনে দুটি ভিন্ন ঘটনায় বার্নপুরে দামোদারে জলে তলিয়ে তিন পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা। তিনজনের মধ্যে দুজন আসানসোল ডিএভি স্কুলের পড়ুয়া ও অন্যজন বার্ণপুর স্কুলের পড়ুয়া বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার বিকেলে হীরাপুর থানার ভূতনাথ মন্দিরের কাছে ও নেহেরু পার্কের কাছে দামোদরের দুটি পৃথক ঘাটে ৬ জন কিশোর স্নান করতে নেমেছিল । তাদের মধ্যে তিনজন জল থেকে পার উঠলেও বাকি তিনজন নদীর জলে তলিয়ে যায়। তিন পড়ুয়ার নাম আতিকুল খান ( বয়স ১৪) পীযূষ প্রসাদ (বয়স ১২) ও রাহুল পন্ডিত (বয়স২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন আলমনগরের বাসিন্দা তিন কিশোর নেহেরু পার্কের পেছন দিকে দামোদর ঘাটে স্নান করতে নামে এবং বার্নপুরের আলমনগরের বাসিন্দা তথা বার্ণপুরের স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আতিকুল খান নদীতে তলিয়ে যায়। আতিকুলের সঙ্গে তার দুই ভাই ছিল বলে জানা গেছে।
অন্যদিকে ভূতনাথ মন্দিরের কাছে দামোদর ঘাটে দুই কিশোর জলে তলিয়ে যায়। ঘাট থেকে দুটি স্কুল ব্যাগ উদ্ধার হয়। ব্যাগে থাকা পরিচিয় পত্র থেকে জানা যায় দুজনই ডিএভি স্কুলের পড়ুয়া।
দুর্ঘটনার খবর পেয়ে হীরাপুর থানা ও সাঁতুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলার দলকে। এদিন রাতেই তিন পড়ুয়ার খোঁজে নদীতে তল্লাশী শুরু হয়েছে।