eaibanglai
Homeএই বাংলায়ইউনিফাইড পেনশন স্কিম এনপিএসের চেয়ে অনেক ভালো

ইউনিফাইড পেনশন স্কিম এনপিএসের চেয়ে অনেক ভালো

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– “কেন্দ্রীয় সরকারের নতুন ইউনিফাইড পেনশন স্কিম এনপিএসের চেয়ে অনেক ভালো”। পূর্ব রেলের আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং এক সাংবাদিক সম্মেলন এমনটাই জানালেন। মঙ্গলবার দুপুরে ডিরআরএম কার্যালয়ের নিউ কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন নতুন ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কে ডিআরএম বলেন,”যখন এনপিএস আনা হয়েছিল, তখন তার মধ্যে এমন কিছু বলা ছিল যা নিয়ে রেল কর্মচারীদের মধ্যে কিছু অসন্তোষ দেখা গিয়েছিলো। তাই কেন্দ্রীয় সরকার এটি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছিলো। এবার তাই একটি নতুন পেনশন স্কিম ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস আনা হয়েছে। এই নতুন পেনশন নীতিতে পুরানো পেনশন নীতির প্রতিটি ভাল জিনিস রাখা হয়েছে। ইউনিফাইড পেনশন স্কিমে গ্র্যাচুইটির ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ইউনিফাইড পেনশনও পাওয়া যাবে এই স্কিমের অধীনে। ন্যূনতম ১০ বছরের মধ্যে পেনশন শুরু হবে। একটি নির্দিষ্ট পেনশন দেওয়া হবে। অর্থাৎ পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ পেনশন দেওয়া হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনের ৬০ শতাংশ দেওয়া হবে।”

এছাড়াও তিনি দাবি করেন ২০০৪-এর আগে নিয়োগ হওয়াদের সাথে ২০০৪-এর পরে নিয়োগ হওয়াদের পেনশন সুবিধার অসঙ্গতি দূর করতে কেন্দ্রীয় সরকারের সম্মতিতে রেলওয়ের এটি একটি খুব বড় ও অত্যন্ত সাহসী পদক্ষেপ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments