eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুরু হল " স্বয়ংসিদ্ধা মেলা "

আসানসোলে শুরু হল ” স্বয়ংসিদ্ধা মেলা “

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ‍্যোগে আসানসোল রবীন্দ্র ভবন চত্বরে শুরু হলো “স্বয়ংসিদ্ধা মেলা”। এই মেলা চলবে ৬ দিন অর্থাৎ আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বয়ংসিদ্ধ গোষ্ঠীর সদস্যরা।

মহিলাদের স্বনির্ভরতায় উৎসাহিত করতেই এই মেলার আয়োজন। এই মেলায় মূলত মহিলাদের নিজেদের হাতে তৈরি জিনিসপত্রের স্টল রয়েছে। ক্রেতারা এখান থেকে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরা বুটিকের জিনিসপত্র কিনতে পারবেন। ফলে কেনাকাটার পাশাপাশি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতিরও অভিজ্ঞতা লাভ করতে পারবেন ক্রেতারা।

মেলা উদ্বোধন করে ময়র বিধান উপাধ্যায় এদিন বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান পশ্চিমবঙ্গের ঐতিহ্য রক্ষা করতে। এই মেলা সেই সংযোগে একটি প্রচেষ্টা মাত্র।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments