eaibanglai
Homeএই বাংলায়অনলাইন টোটো ও অটো রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল

অনলাইন টোটো ও অটো রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– এবার থেকে ঘরে বসেই রাজ্যের মানুষ টোটো ও অটো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য একটি পোর্টাল চালু করতে চলছে রাজ্য। এই কথা জানিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ এদিন বলেন, “রাজ্যে টোটো এবং অটো চালকদের নিবন্ধকরণ বা রেজিষ্ট্রেশনের জন্য একটি পোর্টাল চালু হতে চলেছে। যার মাধ্যমে রেজিষ্ট্রেশন করা নেই, এমন সমস্ত অটো ও টোটোর রেজিষ্ট্রেশন হবে। এর ফলে কাউকে কোনও ধরণের সমস্যায় পড়তে হবে না। যারা এটা করবে না তাদেরকে অবৈধ বলে বিবেচিত করা হবে। পরবর্তী কালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি টোটো ও অটো চালকেরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, “আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম যে নিবন্ধীকরণ বা রেজিষ্ট্রেশনের প্রক্রিয়াটি সহজ করার জন্য। সেই দাবি মেনে সরকার অটো ও টোটো রেজিষ্ট্রেশনের জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি শীঘ্রই সব সমস্যার সমাধান হবে।”

প্রসঙ্গতঃ, দীর্ঘদিন ধরে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে টোটোর দৌরাত্ব অস্বাভাবিক হারে বেড়ে গেছে। অভিযোগ হাজার হাজার অটো টোটো রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। যার জন্য, রাস্তা ঘাটে সাধারণ মানুষের হাঁটাচলা করা দায় হয়ে পড়েছে। যানজটে নাজেহাল অবস্থা শহরবাসীর। এমন পরিস্থিতিতে পোর্টাল কতটা স্বস্তি দেয়, এখন সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments