eaibanglai
Homeএই বাংলায়বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– পালাবদলের জেরে বিশৃঙ্খল অবস্থা বাংলাদেশে। অভিযোগ দেশজুড়ে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। আবাধে চলছে লুঠতরাজ। অভিযোগ এমনকি সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপরও নেমে আসছে আঘাত। তারই প্রতিবাদে সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। কলকাতার পর শুক্রবার আসানসোলে প্রতিবাদ মিছিল করে ওই ঘটনার নিন্দায় সরব হল তাঁরা।

শুক্রবার বিকেলে আসানসোলের গির্জা মোড় থেকে মিছিল শুরু হয় এবং রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ে গিয়ে তা শেষ হয়। বুকে কালো ব্যাচ পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের দাবি দলমত নির্বিশেষে বহু সাধারণ মানুষ এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন।

মিছিল শেষে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, “বাংলাদেশের এই ঘটনায় গোটা পৃথিবী চিন্তায় রয়েছে। এইভাবে কোনো একটা দেশ সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে পারে না। এরই প্রতিবাদ শুরু হয়েছে গোটা পৃথিবীজুড়ে।” দলমত নির্বিশেষে সকল মানুষকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments