সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল উত্তর থানার কাল্লা ছাতা পাথর এলাকায় পরিত্যক্ত পাথর খাদান থেকে উদ্ধার হওয়া চারটি মৃতদেহের পরিচয় পাওয়া গেল। মৃতরা একই পরিবারের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতরা হলেন বিজয় রাউত (৪৫), তাঁর স্ত্রী মিতু রাউত (৩৭), দম্পতির পুত্র সন্তান কৃষ্ণ কুমার রাউত (১১) এবং দম্পতির ৩ বছরের শিশুকন্যা লাডো রাউত। তাঁদের বাড়ি লাল বাংলা এলাকায়। বিজয়, বিদ্যুৎ দফতরে ঠিকা শ্রমিকের কাজ করতেন বলেও জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে গত ১০ জানুয়ারি রাত ১১ টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চারজন। তার পাঁচদিন পর গতকাল সন্ধ্য়ায় কাল্লা এলাকার পরিত্যক্ত পাথর খাদানে থেকে তাদের দেহ উদ্ধার হয়। মৃত পরিবারটির কিছু আত্মীয় আসানসোলেই থাকেন। এদিন তাঁরাই দেহ শনাক্ত করেন।
যদিও একসাথে চারজনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। পাশাপাশি, এলাকার পরিত্যক্ত পাথর খাদানগুলি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’বছর আগে ওই এলাকাতেই পাথর খাদানে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল দুই তরুণীর। তার পরেও প্রশাসনের হুঁশ ফেরেনি বলে অভিযোগ। এই ঘটনার পর এবার এলাকার পরিত্যক্ত পাথর খাদানগুলি দ্রুত ভরাটের দাবি তুলেছেন স্থানীয়রা।