সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের কল্যানপুর হাউজিং এলাকায়। সোমবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। পুলিশ সিসিটিভির ফুটেজ ক্ষতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ছাত্রীর নিখোঁজ হওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও ছাত্রীর কোনো খোঁজ না মেলায় মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর বাবা, মা, পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখান ও ছাত্রীকে দ্রুত খুঁজে দেওয়ার আবেদন জানান।
জানা গেছে কল্যানপুর হাউজিং এলাকার বাসিন্দা ওই ছাত্রী আসানসোল দক্ষিণ থানা এলাকার এসবি গড়াই রোডের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। ছাত্রীর বাবা জানান প্রতিদিন তিনি মেয়েকে সকালে স্কুলে পৌঁছে দিয়ে আসেন ও দুপুর দেড়টা নাগাদ স্কুলে মেয়েকে আনতে যান। ১ টা বেজে ৪০ মিনিটে স্কুল ছুটি হয়। তিনি স্কুলের ৩নম্বর গেটে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সব পড়ুয়া স্কুল থেকে বেরিয়ে গেলেও তিনি তাঁর মেয়ের দেখা পাননি। অবশেষে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষিকাদের বিষয়টি জানান। তাঁরা স্কুলের মধ্যে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু ছাত্রীর খোঁজ না মেলায় অবশেষে পুলিশে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও স্কুলে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে ওই ছাত্রীকে স্কুলের ২ নম্বর গেট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এরপরই থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। পুলিশ নিখোঁজ ছাত্রীর বন্ধুদের সঙ্গে কথা বলে ও সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে ও ছাত্রীর পরিবারকে আশ্বস্ত করেছে।