সংবাদদাতা,আসানসোলঃ– সালানপুর ব্লকের রুপনারায়ণপুর ফোকরাডি এলাকায় একটি দুর্গামন্দিরের সামনে থেকে এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল। এলাকার বাসিন্দা কিছু যুবক ওই কচ্ছপটি উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন।
ওই যুবকদের মধ্যে একজন দেবব্রত জানান গত সোমবার রাত এগারোটা নাগাদ তারা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দুর্গামন্দিরের সামনে একটি কচ্ছপ দেখতে পান। তখনই কচ্ছপটিকে উদ্ধার করে তারা বাড়িতে নিয়ে যান। পরে মঙ্গলবার সকালে রূপনারায়নপুর রেঞ্জে খবর দেন। খবর পেয়ে মঙ্গলবার সকালেই বন দপ্তরের কর্মীরা ওই যুবকের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। রূপনারায়ণপুরের রেঞ্জার তমালিকা চন্দ জানান, কচ্ছপটি মধ্যবয়সী, প্রায় চার কিলো ওজনের। এটি ইন্ডিয়ান ফ্ল্যাট সেল সিডিউল টু প্রজাতির। এরা মিষ্টি জলেই থাকে। বর্ষায় কোনও জলাশয় থেকে কচ্ছপটি ভেসে চলে এসেছে বলে অনুমান। কচ্ছপটি সুস্থ থাকায় সেটিকে জঙ্গলের মিষ্টি জলের জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
যেহেতু এই কচ্ছপ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই স্থানীয় মানুষের কাছে দেবব্রত ও তার বন্ধুদের আবেদন লোকালয়ে এদের দেখা মিললে না মেরে তাদের যেন বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।