সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বাড়িতে চড়াও হয়ে বাড়িওয়ালার মায়ের হার ছিনতাই করে পালানোর অভিযোগে বিহারের পাটনা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ধৃতকে আসানসোল আদালতে হাজির করা হলে বিচারক তার পুলিশ হেফাজত মঞ্জুর করে। বুধবার ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান।
জানা যায় গত ২১ আগস্ট আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় দেবনাথ একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে তিনি জানান, নয়ন সিং নামে এক ব্যক্তি তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করলে তিনি তার কাছ থেকে পরিচয়পত্র চান। কিন্তু কয়েকদিন কেটে গেলেও ওই ব্যক্তি পরিচত্র না দেওয়ায় অজয়বাবু নয়ন সিংকে বাড়ি ছেড়ে দিতে বলেন। অভিযোগ, এর পরে গত ২১ আগস্ট নয়ন সিং তার দুই সঙ্গীকে নিয়ে অজয় দেবনাথের বাড়িতে জোর করে ঢুকে পড়েন। অজয়বাবু বাধা দিতে গেলে তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। চলে যাওয়ার সময় নয়ন সিং তার মায়ের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। সেই সময় অজয়বাবু ও তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে নয়ন সিংয়ের সহযোগীরা তাদের বন্দুক বার করে ভয় দেখায় এবং তিনজনেই পালিয়ে যায়।
অন্যদিকে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। তদন্তে নেমে নয়ন সিংকে বিহারের পাটনা থেকে গ্রেফতার করা হয়। ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস এদিন জানান এখন পর্যন্ত ঘটনায় ব্যবহৃত বন্দুক উদ্ধার করা যায়নি। তবে নয়নের দুই সঙ্গীর খোঁজ চলছে। এছাড়া অভিযুক্ত নয়ন সিং ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে বাঁকুড়ার একটি দোকানে ডাকাতির পরিকল্পনারও অভিযোগ উঠেছে।