সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- দুর্গাপুরে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছেন সালানপুরের ব্যবসায়ী স্ত্রী। মঙ্গলবার ধৃতকে তার শিশু সন্তান সহ আদালতে পেশ করে পুলিশ।
কোটি টাকার ছিনতাইয়ের ঘটনায় যোগসূত্র খুঁজতে গত রবিবার মধ্য রাত থেকে আসানসোলে যৌথভাবে অভিযান শুরু করে দুর্গাপুর থানা, সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। অভিযান চলে সোমবার সকাল পর্যন্ত। অভিযানে রূপনারায়ণপুর ফাঁড়ির ফকরাডি এলাকার বাসিন্দার ব্যবসায়ী পৃথ্বীরাজ জয়সওয়াল ও হটাৎ কলোনির বাসিন্দা ব্যাবসায়ী অজয় দাসের বাড়িতে তল্লাশি চলান হয়। পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযানে বেশকিছু নথিপত্র উদ্ধার হয়েছে। এছাড়া দুজনের বাড়ি থেকে বেশ কয়েকটি দুচাকা ও চারচাকা গাড়িও বাজেয়াপ্ত হয়। পাশাপাশি পৃথ্বীরাজ জয়সওয়ালের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ওই ব্যবসায়ীর বাড়ি গাড়ি সম্পত্তি ব্যবসায়ীর স্ত্রী রাধিকা জয়সওয়ালের নামে থাকায় প্রথমে তাকে আটক করে ও পরে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি দুই ব্যবসায়ীর বাড়িই সিল করে দেওয়া হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলাকে ৫০ লক্ষ সাদা টাকা নিয়ে ৬৫ লক্ষ কালো টাকা দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল। আর এই প্রলোভনে পা দিয়ে ওই ব্যবসায়ী টাকা নিতে তড়িঘড়ি রূপনারায়ণপুর চলে আসেন। সেখানে তাকে ৬৫ লক্ষের পরিবর্তে ১ কোটি টাকা দেওয়া হয় এবং বলা হয় ৩৫ লক্ষ টাকা তার কাছে থেকে কলকাতায় নিয়ে নেওয়া হবে। এরপর কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে পিয়ালাকালী বাড়ি এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়। ব্যবসায়ী দুর্গাপুর থানায় অভিযোগ জানালে তদন্তে নেমে তিন পুলিশ কর্মী সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে টাকার প্রলোভন দেখিয়ে ছিনতাইয়ের মূল মাথা বা মাস্টার মাইন্ড রূপনারায়ণপুরের বাসিন্দা পৃথ্বীরাজ জয়সওয়াল সহ তার সঙ্গীরা। এরপরই দুর্গাপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে সালানপুর থানা ও রূপনারায়পুর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় পৃথ্বীরাজ জয়সওয়াল ও তার সহযোগী অজয় দাসের বাড়িতে অভিযান চালায়। যদিও ওই দুই ব্যবসায়ীর কোনো খোঁজ পায়নি পুলিশ। তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে খবর। টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য ভেদ করতে পুলিশ জোর কদমে পৃথ্বীরাজ জয়সওয়াল ও অজয় দাসের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই চক্রে আর কারা রয়েছে তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি পৃথ্বীরাজ জয়সওয়ালের স্ত্রীকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ।