eaibanglai
Homeএই বাংলায়টানা বৃষ্টিতে জল জমে বিপত্তি আসানসোল

টানা বৃষ্টিতে জল জমে বিপত্তি আসানসোল

সংবাদদাতা,আসানসোলঃ– শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন আসানসোলের একাংশ। জল জমে বিপত্তিতে শহরের মানুষ। ব্যহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। চরম অসুবিধায় পড়েছেন শিল্পাঞ্চলের সাধারণ মানুষ।

এদিনের রাতভর টানা বৃষ্টিতে জাতীয় সড়ক সহ শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। রাস্তায় জমা জলে ব্যহত হয়ে পড়েছে গাড়ি চলাচল। শহরের অনকে অংশে অনেক বাড়িতে জল ঢুকে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা আসানসোলের স্টেশন রোডের ১৩ নম্বর মোড়, হটন রোড, রেলপার সহ নিচু এলাকাগুলিতে। এই এলাকাগুলি জলের তলায় চলে গেছে। একই সাথে আসানসোল শহরের দিক থেকে ডিপুপাড়া ও ধাদকা যাওয়ার রেল ওভার ব্রিজের নিচে জল জমাতে বিপাকে পড়ছেন পথ চলতি সাধারণ মানুষ। বেশ কয়েক ঘন্টা ধরে ওই রাস্তায় সাধারণ মানুষ যাতায়াত করতে পারেনি । এরই মধ্যে শনিবারও বৃষ্টির বিরাম নেই। নিম্নচাপের প্রভাবে রবিবারও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে শহরবাসী। প্রসঙ্গত আগস্ট মাসের শুরুতে টানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যয় দেখা দেয় শহরে। জলমগ্ন শহরে জলের তোড়ে ভেসে মৃত্যু হয় চার জনের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments