eaibanglai
Homeএই বাংলায়মাঠে চাষ করার সময় মর্মান্তিক দুর্ঘটনা

মাঠে চাষ করার সময় মর্মান্তিক দুর্ঘটনা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বাজ পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আসানসোলের বারাবনি থানার জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের খড়াবড় গ্রামে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কৃষকের। নাম অভয় বাউরি (৫৫)। তিনি খড়াবড় গ্রামের বাসিন্দা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। নাম জখম চুনু মারান্ডির (৫৫)। তিনি বারাবনি থানার পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের বুড়াডাঙ্গার বাসিন্দা।

জানা গেছে, অন্যদিনের মতোই শুক্রবার সকাল থেকে বারাবনি থানার খড়াবড় গ্রামে মাঠে চাষের কাজ করছিলেন খড়াবড় গ্রামেরই অভয় বাউড়ি ও পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের বুড়াডাঙ্গার চুনু মারান্ডি। দুপুর তিনটে নাগাদ বৃষ্টি সময় মাঠের পাশে দাঁড়িয়েছিলেন অভয় বাউরি। তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলেন চুনু মারান্ডি। আচমকাই সেখানে বাজ পড়ে। তাতে দুজন মাটিতে লুটিয়ে পড়েন। শব্দ শুনে আশপাশের লোকজন দৌড়ে যান। তারা দুজনকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে কেলেজোড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে অভয় বাউরিকে মৃত বলে ঘোষণা করেন। চুনু মারান্ডিকে সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে অভয় বাউরির মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments