সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকায় ধস কবলিত মানুষদের পুনর্বাসন নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হল গত শনিবার। বৈঠকে ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের জন্য আবাসন তৈরি হয়েছে সেখানে স্থানান্তরের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক শেষে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এই কয়লাখনি এলাকার ধস কবলিত এলাকার মানুষদের পুনর্বাসনের জন্য অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকা, জামুড়িয়া ও বারাবনিতে আবাসন তৈরি করা হয়েছে। ধস কবলিত এলাকার বাসিন্দাদের কিভাবে এইসব আবাসনে স্থানান্তরিত করা হবে, তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। আমাদের লক্ষ্য এই প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করা। শিফটিং নিয়ে যাতে কোন সমস্যা না হয়, তারজন্য ঐসব এলাকার বিধায়কদের ডাকা হয়েছিলো। গোটা বিষয়টি তাদেরকে দেখতে বলা হয়েছে। তারা এলাকায় মিটিং করে কথা বলে, সব সমস্যার সমাধান করবেন।” পাশাপাশি তিনি জানান, ঝড়িয়া মাস্টার প্ল্যানকে ফলো করে একটা নতুন মাস্টার প্ল্যান তৈরি করা হবে।
আসানসোলের সার্কিট হাউসে অনুষ্ঠিত হওয়া এই প্রশাসনিক বৈঠকের সভাপতিত্ব করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, বিভিন্ন বিধানসভার বিধায়ক ও একাধিক সরকারি দপ্তরের আধিকারিকরা।





