eaibanglai
Homeএই বাংলায়অঝোর বৃষ্টিতে নাকাল অবস্থা আসানসোল শিল্পাঞ্চলে

অঝোর বৃষ্টিতে নাকাল অবস্থা আসানসোল শিল্পাঞ্চলে

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– গত তিন’দিন ধরে নিম্নচাপ জনিত কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোলেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। আর এই অঝোরে বৃষ্টিতে শিল্পাঞ্চল জুড়ে নাকাল অবস্থা। জলমগ্ন হয়ে পড়েছে শিল্পাঞ্চলের একাধিক এলাকা। বিশেষত গারুই ও নুনিয়া নদীর পার্শ্ববর্তী এলাকাগুলি জলে ডুবে গেছে। ক্ষতি হয়েছে সবজি চাষের। অন্যদিকে আসানসোল মহকুমার পুরনিগম এলাকা ও চারটি ব্লকের গ্রাম এলাকায় একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়ে নিরাশ্রয় হয়েছে বেশ কয়েকটি পরিবার।

জানা গেছে, আসানসোল পুরনিগমের জামুরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাদ্যকর পাড়ায় গত তিনদিন ধরে টানা বৃষ্টির কারণে ১০ টির মতো কাঁচা বাড়ি ভেঙে পড়ে। রবিবার একটি বাড়ি ও সোমবার নয়টি বাড়ি ভেঙে পড়ে। খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্থানীয় কাউন্সিলর বন্দনা রুইদাস ওই এলাকা পরিদর্শন করেন। কাউন্সিলার ওইসব বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন। কয়েকজনকে ত্রিপল দেওয়া হয়। বাকিদেরকে স্থানীয় ক্লাব ও স্কুলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে,আসানসোল বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় প্রচুর গাছ ভেঙে পড়েছে। আসানসোল শহরের স্টেশন রোড ও রানিগঞ্জের সিয়ারশোলে বিপজ্জনক অবস্থায় থাকা দুটি গাছ এদিন প্রশাসনের তরফে কাটার ব্যবস্থা করা হয়। পুর কর্মীদের সঙ্গে এই কাজে যোগ দেন সিভিল ডিফেন্সের কর্মীরা।

এদিকে সোমবারও দিনভর চলেছে বৃষ্টি। আশঙ্কা নাগারে চলা এই বৃষ্টি যদি না কমে তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments